odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

খরাজনিত ক্ষুধায় ইথিওপিয়ায় অন্তত ৫০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ November ২০২৩ ১৭:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ November ২০২৩ ১৭:৪৫

খরাজনিত ক্ষুধার কারণে ইথিওপিয়ার উত্তর টাইগ্রে ও আমহারা অঞ্চলে ৫০ জনেরও বেশি মানুষ এবং প্রায় চার হাজার গবাদি পশু মারা গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

টাইগ্রের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয়ের মতে, ৪৬ জন বাস্তুচ্যুত মানুষ ইতিমধ্যে খরার কারণে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মারা গেছে। কার্যালয়ের প্রধান গেব্রেহিওত গেব্রেগজিয়াবার বলেছেন, ইয়েচিলা নামের একটি শহরে এদের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে ওয়াগ হেমরার পার্শ্ববর্তী আমহারা এলাকায় খরার কারণে খাদ্যসংকটে কমপক্ষে ছয়জন এবং চার হাজার গবাদি পশু মারা গেছে বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: