odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোশ এদেশের মানুষ ধরে ফেলেছে : রাশেদ খান মেনন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ November ২০২৩ ১৯:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ November ২০২৩ ১৯:২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকারের মতো তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশ এদেশের মানুষ ধরে ফেলেছে বলে উল্লেখ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাজনৈতিকভাবে নিতে না পেরে অর্থনৈতিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। তার অন্যতম হাতিয়ার এ বাইডেনের তথাকথিত শ্রমিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের মতো এ তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশও এদেশের মানুষ ধরে ফেলেছে।

শুক্রবার বিকেলে তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে পার্টির পলিটব্যুরোর সদস্য, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: