odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেলেন সাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ November ২০২৩ ২২:২৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ November ২০২৩ ২২:২৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এর আগে গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা-১০, মাগুরা-১ ও ২। এর মধ্যে মাগুরা-১ আসনে তিনি মনোনীত হয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: