odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

তফসিল বাতিলসহ ৩ দাবি ইসলামি আন্দোলনের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ November ২০২৩ ১৩:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ November ২০২৩ ১৩:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আজ মঙ্গলবার এক জাতীয় সংলাপে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনদফা দাবি উত্থাপন করেছেন।

বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে ‘জাতীয় সংলাপ’ অনুষ্ঠিত হয় রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে। এতে উদ্বোধনী বক্তব্য দেন রেজাউল করিম।

সংলাপে ইসলামী আন্দোলনের তোলা দাবিগুলো হলো, তফসিল বাতিল করে গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি ও শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন প্রবর্তন করা।



আপনার মূল্যবান মতামত দিন: