odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ভবন ধসে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪

odhikar patra | প্রকাশিত: ২৯ November ২০২৩ ১১:২১

odhikar patra
প্রকাশিত: ২৯ November ২০২৩ ১১:২১

মালয়েশিয়া ২৯ শে নভেম্বর ২০২৩:

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও চারজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ধসে পড়া নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। বুধবার (২৯ নভেম্বর) দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের জেরে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে।

দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ১৮ জনের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে বলেও জানানো হয়।

নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: