odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

নির্বাচন করতে হলে এমপিদের পদত্যাগ করতে হবে না

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ November ২০২৩ ১৫:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ November ২০২৩ ১৫:৪৬

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একাদশ জাতীয় সংসদের সদস্যরা (এমপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও তাদের পদত্যাগ করতে হবে না। এমনকি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলেও এটি প্রযোজ্য হবে। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের পরিচালক শরিফুল আলম বিজ্ঞপ্তিতে বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। কিন্তু এমনটি সঠিক নয়। 

আসলে, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে শুধু কিছু শর্ত পরিপালন করতে হবে, পদত্যাগ করতে হবে না। 



আপনার মূল্যবান মতামত দিন: