odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ December ২০২৩ ১৮:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ December ২০২৩ ১৮:৫১

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নতুন করে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলিদের দখল করা পশ্চিম তীরের উত্তরাঞ্চলের আল ফারা উদ্বাস্তু শিবিরে এই হত্যাকাণ্ড ঘটে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল ইসরাইলি হামলায় পাঁচ জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী উদ্বাস্তু শিবিরে হামলা জোরদার করলে দুপক্ষের সংঘাত বেড়ে যায়। তারা গুলি ও বোমা হামলা করতে থাকে।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পশ্চিম তীরে ইসরাইলি হামলায় দুই কিশোরসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: