odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

শতভাগ বিদ্যুতের আওতায় সারাদেশ: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ December ২০২৩ ১৭:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ December ২০২৩ ১৭:৪১

প্রতিটি বাড়িকে বিদ্যুতের আওতায় আনা নিশ্চিত করা সরকারের একটি উল্লেখযোগ্য অর্জন। আর আজকের দেশব্যাপী সুষম উন্নয়নকেও  ত্বরান্বিত করেছে সরকারেব এই অর্জন।

গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আন্তরিক ও নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতেই প্রতিটি বাড়ি এখন বিদ্যুতের আওতায় এসেছে- একথা উল্লেখ করে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এখন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে- মানুষের জন্য মানসম্পন্ন, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করা।

তিনি আরও বলেন তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে, বিশেষ করে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অনেক দুর এগিয়ে নিয়েছেন। তিনি বলেন, দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখন প্রয়োজন টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা।



আপনার মূল্যবান মতামত দিন: