odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে ইইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ December ২০২৩ ১৫:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ December ২০২৩ ১৫:৩২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আজ সোমবার আমেরিকা যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনকে সাহায্য করা নিয়ে বাইডেনের সঙ্গে রিপাবলিকানদের সংঘাত চলছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে তারা ইউক্রেন ও ইসরায়েলকে দেয়ার জন্য বাইডেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ এখনো অনুমোদন করেনি।

হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেসে এই প্যাকেজ অনুমোদিত না হলে, আমেরিকা আর ইউক্রেনকে কোনো সাহায্য করতে পারবে না। এর ফলে রাশিয়ার সুবিধা হবে। এই পরিস্থিতিতে জেলেনস্কি আমেরিকায় আসছেন এবং বাইডেনের সঙ্গে তিনি  ইউক্রেনকে সামরিক ও অর্থ সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: