odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

গাজায় নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজার: স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ December ২০২৩ ১৬:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ December ২০২৩ ১৬:৩৭

গাজা উপত্যকায় ইসরায়েলী হামলায় নিহতের সংখ্যা প্রায় ১৮ হাজারে পৌঁছেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলী আগ্রাসনের কারণে প্রায় ১৮ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক আহত হয়েছে। 

গত ২২ নভেম্বর হামাস ও ইসরায়েল একটি চুক্তির আওতায় চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এতে মধ্যস্থতা করে মিসর ও কাতার। নভেম্বর ২৪ থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে তা আরো বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী গাজায় আটক জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনী বন্দীদের ছেড়ে দেয়া হয়।

যুদ্ধবিরতির চুক্তি হামাস লংঘন করেছে বলে অভিযোগ এনে ইসরায়েল ১ ডিসেম্বর থেকে আবারো হামলা শুরু করে। এ জন্যে ফিলিস্তিনী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

সূত্র: আল জাজিরা, তাস’র



আপনার মূল্যবান মতামত দিন: