odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নির্বাচন থেকে চলে যেতে জাতীয় পার্টি আসে নাই : চুন্নু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ December ২০২৩ ১৭:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ December ২০২৩ ১৭:১৩

জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না- গণমাধ্যমের এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, এ বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নাই। আর আমাদের বিশ্বাস করবেন কি না, করেন কি না, সেটা উনার বিষয়। এ বিষয়ে আমাদের কোনো কমেন্টস নাই।

তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন করার জন্য আসছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসে নাই।

মঙ্গলবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকের এসব কথা বলেন চুন্নু।

জাতীয় পার্টি ইসি ও সরকারের কাছে শুধু ভোটের সুষ্ঠু পরিবেশ চেয়েছে জানিয়ে তিনি বলেন, এটাই আমাদের মেইন দাবি। এটুকু হলেই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।



আপনার মূল্যবান মতামত দিন: