odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

বাংলাদেশে সব রাজনৈতিক পক্ষকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৯:০৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৯:০৯

আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সব পক্ষকে সংযত থাকার ও সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আমরা নির্বাচনকে ভুয়া তথ্য সম্বলিত প্রচারণার উদ্বেগজনক খবর দেখেছি। এটি গণতান্ত্রিক চর্চাকে প্রভাবিত করতে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্বেগজনক প্রবণতার অংশ। 

বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম পালন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানাই।’



আপনার মূল্যবান মতামত দিন: