odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

পাকিস্তানিরাও বাংলাদেশের মত উন্নত হতে চায়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ December ২০২৩ ২০:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ December ২০২৩ ২০:১৬

সব নির্বাচনের আগেই ষড়যন্ত্র হয় উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। টানা ক্ষমতায় আছি বলেই দেশ উন্নত হয়েছে। মাত্র তো ১৫ বছর একটানা সময় পেলাম। ২০০৮ সালের নির্বাচনে ভোটে জিতে ২০০৯ সালে সরকার গঠন করেছি।

২০০৯ থেকে আজ ২০২৩, অথচ এই সময়ের মধ্যে আজ বদলে যাওয়া এক বাংলাদেশ। যে বাংলাদেশকে একসময় হেয় করা হতো, পাকিস্তানিরা বোঝা মনে করত, তারাই এখন বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। আমরা বাংলাদেশের মতো উন্নত হতে চাই।’

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত ‌জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: