odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:৫০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার। অফিস চলাকালে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।

আগামীকাল সোমবার প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে নির্বাচনী প্রচার।

নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। বাছাই শেষে রিটার্নিং অফিসাররা ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করেন। বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন।



আপনার মূল্যবান মতামত দিন: