odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা: নিহত ১২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ December ২০২৩ ১৬:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ December ২০২৩ ১৬:০১

মেক্সিকোর মধ্যাঞ্চলে ক্রিসমাসের প্রাক্কালে আয়োজিত এক পার্টিতে হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশ কিছু সংখ্যক আহত হয়েছে। গুয়ানাজুয়াতো রাজ্যের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

রোববার সালভাতিয়েরা শহরে এ হামলার ঘটনা ঘটে। ‘রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় এক্সে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছে।’

এছাড়া আরো ১২ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ওই এলাকায় সামাজিক কাজকর্মের আয়োজক প্রতিষ্ঠান ‘দ্য তিয়েরা নেগরা’ বলেছে, ‘হতাহতরা বয়সে তরুণ।’ তারা ‘পসাদাস’ নামের একটি ধর্মীয় পার্টিতে অংশ নিয়েছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই একজন বলেছেন, প্রায় ছয়জন বন্দুক নিয়ে ভেতরে ঢোকে এবং পার্টিতে অংশ নেয়া তরুণদের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেছেন, আমরা বুঝতে পারি যে তারা আমন্ত্রিত নয়। তারা কেন এসেছে এ কথা জিজ্ঞেস করতেই লোকগুলো গুলি বর্ষণ শুরু করে।



আপনার মূল্যবান মতামত দিন: