odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নন্দীগ্রামে রাতভর পুলিশের অভিযানে গ্রেফতার ৯

খায়রুল ইসলাম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি | প্রকাশিত: ১৮ December ২০২৩ ১৮:২০

খায়রুল ইসলাম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ December ২০২৩ ১৮:২০

খায়রুল ইসলাম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি খন্দকারপাড়ার মৃত তছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম, মুরাদপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মনির হোসেন, ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই চক-কড়ই এলাকার অধীর চন্দ্রের ছেলে সুমল চন্দ্র, রায়পুর কুস্তা গ্রামের মৃত দুদু মন্ডলের ছেলে আব্দুল গফুর, থালতা-মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা এলাকার আব্দুল হান্নানের ছেলে আজিজুল ইসলাম, একই এলাকার রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম, মৃত আসাদ আলীর ছেলে নাজিম উদ্দিন, জোঁকা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে খোকা মিয়া, গোপালপুর আফুসাগাড়ীর আবুল কালামের ছেলে গোলাম মোস্তফা।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯জন আসামিকে গ্রেফতার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: