odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
দিল্লির ফিরোজ শাহ কোটলায়

অধিনায়ক বিরাটের ডাবল সেঞ্চুরি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ December ২০১৭ ১২:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ December ২০১৭ ১২:৪৮

অধিনায়ক হিসেবে ৬ নম্বর ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন কোহলি


বিরাট কোহলি মাঠে নামলেই পরিসংখ্যানবিদরা তটস্থ থাকেন। প্রতি ম্যাচেই  কোনো না কোনো রেকর্ড ভাঙছেন এবং গড়ছেন।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় আজ আবার  আরও একটি রেকর্ড  করে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । নিজের ৬ষ্ঠ ডাবল সেঞ্চুরি তুলে নিলেন তিনি। অধিনায়ক হিসেবে ছয়টি ডবল সেঞ্চুরির কীর্তি এখন কেবল তাঁরই।

আগের দিনই অধিনায়ক হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক গড়েছিলেন কোহলি। কিন্তু কোহলি তাতে সন্তুষ্ট থাকবেন কেন! তিনি এগিয়ে যাবেনই। ২৩৮ বলে ২০০ পূর্ণ করার পরও এগিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখার সময় ২৬৬ বলে ২২৫ রানে অপরাজিত আছেন। অসাধারণ এই ইনিংসে এখন পর্যন্ত বাউন্ডারি মেরেছেন ২৩টি।



আপনার মূল্যবান মতামত দিন: