odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ December ২০২৩ ১৬:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ December ২০২৩ ১৬:১৩

ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দুজন ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। অপর দুজন ট্রাকের চালক ও হেলপার ।তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শহরতলী শ্ভুগঞ্জ স্টেশনের কাছে রঘুরামপুর পৌঁছলে একটি বালু বোঝাই ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: