odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ২৫০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ December ২০২৩ ১০:৪৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ December ২০২৩ ১০:৪৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ছিটমহলটির আল-মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১০০ ফিলিস্তিনি। সব মিলিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি প্রাণহানি হারিয়েছে বলে সোমবার রাতে জানায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পের এক ভুক্তভোগী জানিয়েছেন তিনি পরিবারের সবাইকে হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচ ভাইসহ তাদের পরিবার।

শরণার্থী শিবিরের এক শেষকৃত্য অনুষ্ঠানে কাফনে মোড়ানো নিহতদের পাশে সাধারণ ফিলিস্তিনিদের সারিবদ্ধভাবে দেখা যায়। নিহতদের বেশির ভাগই ছিলেন নারী ও শিশু।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ওই হামলায় শরণার্থী শিবিরের সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যাম।

সূত্র: আল জাজিরা 



আপনার মূল্যবান মতামত দিন: