odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঢাবিতে ৭ম নন-ফিকশন বইমেলার উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ২৬ December ২০২৩ ১৩:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৬ December ২০২৩ ১৩:৫৪

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদ এবং বণিকবার্তার যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী ৭ম নন- ফিকশন বইমেলা শুরু হয়েছে আজ (২৬ ডিসেম্বর)। এটি আগামী ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাবি ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন। মেলায় প্রকাশকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। আরো বক্তব্য রাখেন ঢাবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাসেম ফজলুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

বইমেলা কতৃপক্ষের তথ্যমতে, এ বছর সর্বমোট ৪১টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনাগুলো হচ্ছে - অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লি., ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জার্নিম্যান বুকস, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, তাম্রলিপি, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, রকমারি, শ্রাবণ প্রকাশনী, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ।

উল্লেখ্য, এ বছর প্রথমবারের মতো 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা' পুরস্কার প্রবর্তন করা হয়েছে। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২৩ এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা' দেওয়া হবে।  

এছাড়া, মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ রয়েছে পাঠকদের জন্য। একইসাথে, বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‍্যাফেল ড্রর আয়োজন। র‍্যাফেল ড্রতে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর বেলা ৩টায় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।



আপনার মূল্যবান মতামত দিন: