odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

আওয়ামীলীগের ইশতেহারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গুরুত্ব পেয়েছে: রাজ্জাক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ December ২০২৩ ২০:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ December ২০২৩ ২০:৫৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নে আমরা সুশীল সমাজ, পেশাজীবী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়েছি। তাদের সুপারিশ নিয়ে ইশতেহারে গুরুত্ব দিয়েছি।

আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইশতেহার উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনা। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আব্দুর রাজ্জাক বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগের সবক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতির মাধ্যমে উন্নত বাংলাদেশ স্থাপনে সেটিকে পুরোপুরি কাজে লাগিয়ে কীভাবে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করা যায় সে লক্ষ্যে এই ইশতেহার।



আপনার মূল্যবান মতামত দিন: