odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৮হাজার ইয়াবাসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

মোঃ সুমন খান, মুন্সীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১৭ January ২০২৪ ০০:৪৫

মোঃ সুমন খান, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ January ২০২৪ ০০:৪৫

মোঃ সুমন খান, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরে শপিং ব্যাগে করে ইয়াবা পাচাঁর করতে এসে ৫ রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, সালামত উল্লাহ (১৮), মো. আইয়াজ (৩২), জেসমিন নুর (২৬), আয়শা (২০) ও রোজিনা (১৮)। এরা সকলেই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প ২৪ এর অস্থায়ী বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক মো. রফিক এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গাদের সাথে থাকা লাল এবং নীল রংয়ের শপিং ব্যাগের ভিতরে ৮০ পোটলা ইয়াবা এবং তাদের দুইটি হাত ব্যাগের ভিতরে ৫৪ টি কালো রংয়ের ইয়াবার পোটলা ও ২৭টি কমলা রংয়ের ইয়াবার পোটলার মধ্য থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, ইয়াবা পাচাঁর করার উদ্দেশ্যে তারা মুন্সিগঞ্জে এসেছিলো।

তিনি জানান, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: