odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বিএসএফ এর গুলিতে নিহত ২জন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ December ২০১৭ ১২:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ December ২০১৭ ১২:৪৬

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রাতে এই দুজন গরু আনতে সীমান্তবর্তী এলাকায় যান। রাত ১২টার দিকে বিএসএফের গুলিতে তাঁদের মৃত্যু হয়। এসারুলের লাশ বাংলাদেশ অংশে পড়ে থাকলেও নাসরাফের লাশ সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপযুর আলী মুন্সি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের বাড়ি গোদাগাড়ীর ভুবনচরে। নিহত দুই বাংলাদেশি হল নাসরাফ ওরফে আবু (২৯) ও এসারুল ইসলাম ওরফে মিশু (৩০) ।

 

বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) কাছ  থেকে তাৎক্ষণিক কোন  বক্তব্য  এখনো পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: