odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

মালিতে স্বর্ণের খনি ধস : নিহত অন্তত ৭৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ January ২০২৪ ১০:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ January ২০২৪ ১০:৩৬

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। মূলত খনিটির টানেল ধসে পড়ার পর এই প্রাণহানির এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্বর্ণের খনিতে টানেল ধসের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়। মনে হয় যেন পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল।

ওমর সিদিবে নামে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, “সেখানে ২০০ জনেরও বেশি খনি শ্রমিক ছিল। অনুসন্ধান এখন শেষ। আমরা ৭৩ জনের মরদেহ পেয়েছি।

তবে মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।

সূত্র: আল জাজিরা, বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: