odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিএনপিকে অবশ্যই নির্বাচনে আসতেই হবে- কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ December ২০১৭ ১৫:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ December ২০১৭ ১৫:০১

রাজনৈতিক অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে যশোর ও খুলনা মহাসড়ক পরিদর্শন শেষে সাতক্ষীরা যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, “গণতন্ত্র গেল  গণতন্ত্র গেল বলে বিএনপি ওই এক ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে। আগে তারা ভারতবিদ্বেষী কথা বলত। এখন গণতন্ত্র নিয়ে বলে,“শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মিথ্যাচার করে দুর্নীতির গন্ধও ঢাকা যায় না। বিএনপি দুর্নীতিগ্রস্ত দল—এটা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে।’’

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, এটাই আমরা চাই। আইনগতভাবে নির্বাচন কারো জন্য থেমে থাকে না। নির্বাচনের ট্রেন চলবেই। নির্বাচনের ট্রেন, গণতন্ত্রের যাত্রা কোনোভাবেই ব্যাহত হওয়ার সুযোগ নেই।”অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে একটা প্রতিকূল পরিবেশ তৈরি করেছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি না এলে নির্বাচন তো বন্ধ থাকবে না। বিএনপি না এলে গণতন্ত্রের কী দোষ। এবার নির্বাচনে না আসার কোনো সুযোগ বিএনপির নেই। নির্বাচনে তাদের আসতেই হবে। কাদের বলেন, ‘যদি রাজনৈতিক অস্তিত্বকে তারা আরো ঝুঁকির মধ্যে ফেলতে না চায়, তাহলে নির্বাচনে আসা তাদের জন্য অত্যন্ত জরুরি। এটাকে তারা পাশ কাটিয়ে যেতে পারে না, কারণ তারা আরো সংকুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল, যশোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারসহ সড়ক বিভাগের কর্মকর্তারা। এরপরে মন্ত্রী সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন।

এ চারটি সড়কের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যশোর শহরের পালবাড়ি থেকে অভয়নগরের রাজঘাট অংশ পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কের অবস্থা বেশি খারাপ। এ অংশ পুনর্নির্মাণের জন্য ৩২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যশোর ও বেনাপোল মহাসড়কের জন্যও ৩২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে এ দুটি মহাসড়ক শক্তপোক্ত করে পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে। এ ছাড়া যশোর  ও নড়াইল সংযুক্ত বাঘারপাড়া সড়কের ১৪ কিলোমিটার সংস্কারের জন্য ১৬ কোটি ও যশোর ও মাগুরা মহাসড়কের ১৪ কিলোমিটারের জন্য ২১ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে মূল্যায়ন কাজ করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এ দুটি সড়কের কাজ শুরু করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: