odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ February ২০২৪ ২০:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ February ২০২৪ ২০:১৪

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১১৮ জন নিহত এবং ১৯০ জন আহত হয়েছে। এতে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৯ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৬ হাজার ১৩৯ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এ ছাড়া গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণের কারণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

সূত্র : আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন: