odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

গাজার ১০ লাখ শিশুর মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন : ইউনিসেফ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ February ২০২৪ ১২:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ February ২০২৪ ১২:৩২

ইসরায়েলের টানা প্রায় চার মাসের নির্বিচার হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় সব শিশুরই মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি গত শুক্রবার আরো জানায়, চলমান লড়াইয়ে গাজায় অন্ততপক্ষে ১৭ হাজার শিশু মা-বাবা হারিয়ে একা কিংবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গাজায় ইউনিসেফের যোগাযোগবিষয়ক প্রধান কর্মকর্তা জোনাথন ক্রিকস বলেন, ‘গাজার প্রতিটি শিশুর একটি কষ্টের গল্প আছে।’ জেরুজালেম থেকে ভিডিও লিংকের মাধ্যমে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েলের চলমান হামলা গাজার শিশুদের মনের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছে। উপত্যকাটির ১০ লাখ শিশুর এখন মানসিক স্বাস্থ্যসেবা সহায়তা প্রয়োজন।’

সূত্র : আলজাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: