odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th January 2026, ২৫th January ২০২৬

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নয়: সৌদি আরব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ February ২০২৪ ১৩:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ February ২০২৪ ১৩:৩৯

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব।  একই সঙ্গে ইসরায়েলকে গাজা উপত্যকায় চলমান আগ্রাসন বন্ধ করতে হবে বলেও জানিয়েছে দেশটি।

বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমের সীমান্তে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব।

সূত্র: জেরুজালেম পোস্ট



আপনার মূল্যবান মতামত দিন: