odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

রাফায় ইসরাইলী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ February ২০২৪ ১৩:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ February ২০২৪ ১৩:৩৬

১২ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : গাজার দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ রাফা শহরে রোববার রাতে ইসরাইলের ব্যাপক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ হয়েছে । আহত হয়েছে ২৩০ জনেরও বেশি। লেবানিজ টিভি চ্যানেল আল মায়াদিন এ কথা জানিয়েছে।

এছাড়া প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, শহর থেকে রাতভর ব্যাপক বোমা বর্ষণের শব্দ শোনা এবং ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।

টিভি চ্যানেলর খবরে আরো বলা হয়েছে, ইসরাইলী বিমান বাহিনী রাফার আল হুদা এবং আল রাহমা মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখানে প্রচুর শরণার্থী আশ্রয় নিয়েছে।

দ্য ফিলিস্তিন রেড ক্রিসেট জানিয়েছে, আশপাশের আবাসিক ভবনসহ সংস্থাটির সদরদপ্তরেও হামলা চালিয়েছে ইসরাইল।



আপনার মূল্যবান মতামত দিন: