odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লালমনিরহাটে আ’লীগ-বিএনপি মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ December ২০১৭ ১৯:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ December ২০১৭ ১৯:৫৮



লালমনিরহাট জেলা শহরে বিজয় দিবসের র‌্যালীকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি'র মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। তবে কোন বড় ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রয়নে আছে বলে পুলিশ দাবি করছে। শনিবার দুপুরে জেলা রেলওয়ে শ্রমিক দল কার্যালয়ের সামনে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে। এ বিষয়ে লালমনিরহাট জেলা বিএনপি'র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমাদের বিজয় র‌্যালীতে অতর্কিত ভাবে হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা। তবে বিএনপি'র অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা তাদের মিছিলে হামলা করিনি তারাই আমাদের মিছিলে হামলা করেছে। এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রয়নে রয়েছে। আর শহরে টহল পুলিশ কাজ করছে।

হাসান মাহমুদ, জেলা প্রতিনিধি, লালমনিরহাট।

 



আপনার মূল্যবান মতামত দিন: