odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লালমনিরহাটে বিভিন্ন দলের নেতা-কর্মী’র জাতীয় পার্টিতে যোগদান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ December ২০১৭ ২১:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ December ২০১৭ ২১:৫৯

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শনিবার বিকেলে জাপা’র উপজেলা কার্যালয়ে জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোঁড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাপা’র সভাপতি নাজির হোসেন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামসুজ্জামান সবুজ, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুস ছামাদ, যুবসংহতির সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, যুবসংহতির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান জুয়েল, ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাকসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হাসান মাহমুদ, জেলা প্রতিনিধি, লালমনিরহাট।

 



আপনার মূল্যবান মতামত দিন: