odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রমজানের আগেই ভারত থেকে চিনি,পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ March ২০২৪ ১৬:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ March ২০২৪ ১৬:৪৫

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ইতোমধ্যে ভারতের রপ্তানি আদেশের চিঠি ইস্যু হয়েছে। রমজানের আগেই ভারত থেকে চিনি ও পেঁয়াজ আসবে।  

সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে মনিটরিং শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য দেয়া হবে। প্রতিটি জেলা থেকে ১টি করে পণ্য বাছাই এবং সেই পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে সহযোগিতা দেয়া হবে। সেইসঙ্গে পণ্যের কারিগরকে স্বীকৃতি দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: