odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমাল সরকার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ March ২০২৪ ২২:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ March ২০২৪ ২২:২৪

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমাল সরকার। দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেল অকটেনে ৪ টাকা, পেট্রলে ৩ টাকা এবং ডিজেলে ৭৫ পয়সা কমিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (৮ মার্চ) থেকে নতুন দর কার্যকর হবে।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ বৃহস্পতিবার (৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে কমে হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে হয়েছে ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমে হয়েছে ১২২ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: