odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চিচিরবন্দর ও পার্বতীপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ December ২০১৭ ১৭:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ December ২০১৭ ১৭:০৩

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনার পর দিনাজপুরের সাথে চিচিরবন্দর ও পার্বতীপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ আছে বলে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম সারওয়ার জানান। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী গোলাপ চন্দ্র রায় বলেন, মঙ্গলবার ভোরে সারবোঝাই একটি ট্রাক চিরিরবন্দর উপজেলার কাকড়া নদীর উপর অবস্থিত বেইলি ব্রিজটি দিয়ে দিনাজপুরে আসছিল। ট্রাকটি ব্রিজের মাঝমাঝি আসার পর বিকট শব্দে সেটি ভেঙ্গে পড়ে।

তিনি বলেন, ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় দিনাজপুরের সঙ্গে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটি ‘জরাজীর্ণ’ ছিল।এর আগেও একাধিকবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। চিচিরবন্দরের আবুল বলেন, অতিরিক্ত ভারী যানবাহন সেতু দিয়ে পারাপারের কারণে সেটি ভেঙ্গে পড়েছে। এদিকে এই দুর্ঘটনার পর পরই নদীতে বাঁশের সাঁকো তৈরি করেছে স্থানীয়রা। সেখান দিয়ে পথচারী ও দুই চাকার বাহন চলাচল করছে। প্রকৌশলী মাসুম সারওয়ার বলেন, সেতুটি সারাতে কাজ শুরু হয়েছে। শেষ হতে ১৫ দিন সময় লাগতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: