odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মিয়ানমার সীমান্তে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করেছে- প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ December ২০১৭ ১৫:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ December ২০১৭ ১৫:৪৯

মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনী বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে বিজিবি দিবস-২০১৭  উপলক্ষে রাজধানীর পিলখানা বিজিবি’র সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অর্থনীতি এখন অনেক মজবুত ও শক্তিশালী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয় ও ২০৪১ সারের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো। বাংলাদেশ যেহেতু অর্থনৈতিকভাবে মজবুত ও শক্তিশালী তাই আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শক্তিশালী করতে যা করা প্রয়োজন সেটা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় হয়েছে। যেখানে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করে, যা পৃথিবীর মধ্যে বিরল। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিজিবি ভূমিকা রাখবে। মানুষকে হত্যা করা, আগুন দিয়ে রেল, গাড়ি পোড়ানোর ঘটনায় বিজিবি মানুষের জানমাল রক্ষায় কাজ করেছে। আমাদের দুর্ভাগ্য যে, দেশের সাধারণ মানুষ যখন একটু ভালো থাকার চেষ্টা করে তখনই দেশের স্বাধীনতার বিরোধীতাকারীরা মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। দেশের মানুষকে অত্যাচার থেকে রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সীমান্ত আইন করে গিয়েছিলেন। আমরা সেটা বাস্তবায়ন করেছি।’

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে সরকারে আসার পর এ বাহিনীর অনেক উন্নয়ন করেছি। ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পর একটা অনভিপ্রেত ঘটনা (বিডিআর বিদ্রোহ) ঘটে যায়। যেখানে ৫৭ জন কর্মকর্তা নিহত হন। আমি তাদের শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছি। তারা নিয়ম শৃঙ্খলা মান্য করবে বলে আমি আশা করছি।

 সকাল ৮টায় বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ১০টায় কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাঙ্ক ব্যাজ পরিধান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান এবং বিজিবি’র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথবা উত্তরাধিকারীগণের সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: