odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

গাজায় 'অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ March ২০২৪ ১৭:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ March ২০২৪ ১৭:৪৩

২২ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক): মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির আহ্বানকে বারবার অবরুদ্ধ করেছে। কিন্তু এবার হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির সাথে যুক্ত ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করবে। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি বৃহস্পতিবার একথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের মুখপাত্র নেট ইভানস এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার ভোটের জন্য আনা মার্কিন প্রস্তাব ‘একটি জিম্মি চুক্তির অংশ হিসাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করবে।’

ইভান্স বলেন, ‘গাজা পরিস্থিতির উন্নয়নে কূটনৈতিক সমর্থন এবং হামাসকে চুক্তিটি মেনে নিতে চাপ দেওয়ার জন্য উপস্থাপিত প্রস্তাবটিকে সমর্থন জানানো পরিষদের সকলের জন্য একটি সুযোগ।’



আপনার মূল্যবান মতামত দিন: