odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ট্রেনের টিকিট কালোবাজারি : গ্রেফতার ৯

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ March ২০২৪ ২২:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ March ২০২৪ ২২:১৭

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে র‍্যাব-৩ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- দেশব্যাপী ট্রেনের টিকেট কালোবাজারি চক্র ‘ঢালী সিন্ডিকেট’-এর মূলহোতা মো. মিজান ঢালী ও সার্ভার অপারেটর নিউটন বিশ্বাসসহ চক্রের সদস্য সোহেল ঢালী, মো. সুমন, মো. জাহাঙ্গীর আলম, শাহজালাল হোসেন, মো. রাসেল, জয়নাল আবেদীন ও সবুর হাওলাদার।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশের বিভিন্ন প্রান্তের ট্রেনের বিপুল পরিমাণ টিকেট, আটটি মোবাইল ফোন, একটি এনআইডি, একটি ড্রাইভিং লাইসেন্স, কালোবাজারির বিভিন্ন আলামত এবং টিকেট বিক্রির নগদ ১১ হাজার ৪২২ টাকা জব্দ করা হয়।

আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।



আপনার মূল্যবান মতামত দিন: