odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ March ২০২৪ ১০:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ March ২০২৪ ১০:২২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। টানা সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা ইহুদিবাদীদের এই নির্বিচার আগ্রাসনে ইতোমধ্যেই ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা।

এরসঙ্গে অবরুদ্ধ ওই ভূখণ্ডে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এই অবস্থায় গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের একটি সংস্থা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল নিশ্চিতভাবে উত্তর গাজায় ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে বলে রবিবার জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)। গাজার এই অঞ্চলে দুর্ভিক্ষের হুমকি সবচেয়ে বেশি বলেও জানিয়েছে সংস্থাটি।

সূত্র: রয়টার্স, দ্যা গার্ডিয়ান, এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: