odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩২৩৩৩ জনে পৌঁছালো

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ March ২০২৪ ১৯:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ March ২০২৪ ১৯:০৪

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১০৭ জন নিহত এবং ১৭৬ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পৌঁছেছে অন্তত ৩২ হাজার ৩৩৩ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭৪ হাজার ৬৯৪ জন। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

উল্লেখ্য অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন: