odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পছন্দমতো ভোট দিতে পেরেছে-রাশেদ খান মেনন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ December ২০১৭ ১৪:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ December ২০১৭ ১৪:৪০


 বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিএনপি মাটিতে পড়ে গেলেও হার মানতে রাজি না। তার কারণে রংপুর নির্বাচনে সুক্ষ্ম কারচুপির কথা বলছে ।

গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু ও অন্যান্য নেতাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “আসলে রংপুর নির্বাচন তাদের জন্য যেমন, তেমনি আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা। আসলে তারা নির্বাচন থেকে পালিয়ে যেতে চায়। আর সে কারণেই সবক্ষেত্রেই নীল নকশার অজুহাত তুলে। রংপুর নির্বাচনে ভোটাররা জয়ী হয়েছে। তারা নিজেরা পছন্দমতো ভোট দিতে পেরেছে।”

পর্যটনমন্ত্রী বলেন, “আগামী নির্বাচন সম্পর্কে জনগণ কি আসা করে সেটা বোঝা যায়। জনগণের এই আকাঙ্খাকে ভিত্তি ধরেই আগামী নির্বাচনের প্রস্ততি নিতে হবে। তাদের কাছে অতীতে বিএনপি জামায়াত শাসনের দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার যে ভয়াবহ বিস্তৃতি হয়েছিল তা তুলে ধরতে হবে।”
গত এক দশকে উন্নয়নের ধারাবাহিকতার বিষয়টিও জনগণকে অবহিত করতে হবে।

রাশেদ খান মেনন আরো ও বলেন, “এদেশের জনগণ ভোটকে উৎসব হিসেবে নেয়। তাদের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এখন থেকেই নির্বাচনের প্রস্ততি নিতে হবে।”

এ সময় আগামী বছরের ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ওয়ার্কার্স পার্টির সমাবেশকে সফল করার প্রস্ততি নিতে নেতা-কর্মীদের কে আহ্বান জানান রাশেদ খান মেনন ।



আপনার মূল্যবান মতামত দিন: