odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইবি'তে নতুন ছাত্র-উপদেষ্টা নিয়োগ

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ৩০ March ২০২৪ ১৭:১০

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ March ২০২৪ ১৭:১০

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ। আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এই নিয়োগদান করেছেন।

শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান কর্তৃক সাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, টিএসসিসির পরিচালক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহকে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ৩০ মার্চ থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক তিনি সব সুযোগ-সুবিধা পাবেন।

দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটা দূরত্ব পরিলক্ষিত হচ্ছে। সেই দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধন এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।



আপনার মূল্যবান মতামত দিন: