odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জুলাই থেকে মেট্রোরেলের যাত্রীদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ April ২০২৪ ২০:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ April ২০২৪ ২০:২৩

৪ এপ্রিল, ২০২৪(অনলাইন ডেস্ক) : জুলাই থেকে ভ্যাট দিতে হবে মেট্রোরেলের ভাড়ায়। ভ্যাটের হার ১৫ শতাংশ। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএলকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

বৃহস্পতিবার  এনবিআরের  দ্বিতীয় সচিব (মূসক আইন ও নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় মেট্রোরেল কতৃপক্ষকে।

চিঠিতে উল্লেখ করা হয়, যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এ সুবিধা।  কিন্তু এলডিসি উত্তোরণ এবং  উন্নয়নের চাহিদা মেটাতে রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ খাতের ভ্যাট অব্যাহতি আর বাড়ানো হবে না। আগামী জুলাই মাস থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।



আপনার মূল্যবান মতামত দিন: