odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

গাজায় ১৯৬ ত্রাণকর্মী হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ April ২০২৪ ১৫:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ April ২০২৪ ১৫:২২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ১৯৬ জন ত্রাণকর্মী হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

গত ১ এপ্রিল গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালা এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন ত্রাণকর্মী নিহত হন। পরে আন্তর্জাতিক চাপের মুখে এ ঘটনার তদন্তের পর শুক্রবার দুজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করে ইসরায়েল। 

জাতিসংঘের মহাসচিব বলেন, ইসরায়েলের সরকার তাদের ভুল স্বীকার করেছে। এটা ইতিবাচক, তবে কে ভুল করেছে-তা মূল ব্যাপার নয়। মূল ব্যাপারটি হলো (ইসরায়েলি বাহিনীর) রণকৌশল এবং পদ্ধতি-যে কারণে এ ধরনের ঘটনা গাজায় প্রতিদিন বার বার ঘটছে।



আপনার মূল্যবান মতামত দিন: