odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ April ২০২৪ ১৫:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ April ২০২৪ ১৫:১৫

৯ এপ্রিল, ২০২৪ (অনলাইন ডেস্ক):মিশর, ফ্রান্স ও জর্ডানের নেতারা ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা হলে ইসরায়েলকে ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে। তারা গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে ‘অবিলম্বে’ হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন।

বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকায় এই্ তিন নেতার যৌথ বিবৃতি বেশ ফলাও করে ছাপা হয়েছে। তারা বলেছেন, ‘আমরা রাফায় অভিযানের বিরদ্ধে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছি রাফায় হামলার পরিণতি হবে বিপজ্জনক। 

কারণ, ইতোমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার ১৫ লক্ষ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।’ তারা বলেছেন, এ ধরনের অভিযান ‘শুধুমাত্র আরও মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে’ এবং ‘আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দিবে।’

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: