odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

বাংলাদেশের উন্নতি দেখে লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ April ২০২৪ ২৩:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ April ২০২৪ ২৩:৫৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যে সময় বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তখন তাদেরকে বলা হতো, এটি ‘পাকিস্তানের ওপর একটি বোঝা’। কিন্তু ওই ‘বোঝাই’ এখন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নতি করেছে। এখন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন। কারণ, বাংলাদেশ এগিয়ে গেলেও পাকিস্তান এখনও অনেক পিছিয়ে।

বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শাহবাজ শরিফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ  আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন, অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছেছে।

এ সময় তিনি বলেন, আমরা এখন যখন বাংলাদেশের দিকে তাকাই লজ্জিত হই।

সূত্র: হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন: