odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০২৪ উত্থাপন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ May ২০২৪ ১৬:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ May ২০২৪ ১৬:৩৩

৫ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক) : স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আর্থিকভাবে শক্তিশালীকরণ, সরকার প্রদত্ত বরাদ্দের উপর নির্ভরশীলতা কমানোর উপায় নির্ধারণ এবং ইউনিয়ন পরিষদ আইনকে আরও যুগোপযোগী ও সেবা সহজীকরণের লক্ষ্যে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০২৪ আজ উত্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ বিলটি সংসদে উত্থাপন করেন।

আইনটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব পালনকালীন সরকারের নির্ধারিত সম্মানী প্রাপ্ত হবেন মর্মে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্যদের বরখাস্তকালীন ভাতা প্রদানের বিষয়ে কোন আইনগত জটিলতা থাকবে না। 



আপনার মূল্যবান মতামত দিন: