odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি, আগামীতে ও করব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ January ২০১৮ ১২:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ January ২০১৮ ১২:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেছেন, ‘অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকার পাশে থাকুন। আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি, আগামীতেও করব।’

গতকাল রোববার যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের জলাবদ্ধতা দূর করার জন্য কপোতাক্ষসহ ভৈরব নদের জলাবদ্ধতা যদি দূর করতে পারি, তাহলে ভবদহের পানিনিষ্কাশনও সহজ হয়ে যাবে। ভবদহ সংস্কারেরও আমরা ব্যবস্থা নিয়েছি।’

জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন।

পদ্মা সেতু নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শেখ হাসিনা, জাতির পিতার কন্যা। আমি দুর্নীতি করতে আসিনি। বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে আমাদের দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছি। শুধু সেতু নয়; পদ্মা সেতুর সঙ্গে রেললাইনও করা হচ্ছে। ওই রেললাইন ঢাকা থেকে যশোর-খুলনা হয়ে মংলায় যাবে।’

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে হেলিকপ্টারে করে নামেন। সেখানে বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন। সেখানে বিমানবাহিনীর ৭৯ জন ফ্লাইট ক্যাডেটকে তিনি কমিশন প্রদান করেন। এর মধ্যে ১৩ জন নারী ক্যাডেট রয়েছেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: