odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

নিরাপদ ফেরিঘাটের দাবিতে কালুরঘাটে মানববন্ধন

চবি প্রতিনিধি | প্রকাশিত: ১১ May ২০২৪ ২৩:৫৩

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ May ২০২৪ ২৩:৫৩

চবি প্রতিনিধি : নিরাপদ ফেরিঘাটসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোয়ালখালী স্টুডেন্টস' ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার (১১ মে) বিকাল ৩টায় চট্টগ্রামের কালুরঘাট ফেরীঘাটের পূর্বপাড়ে এটি অনুষ্ঠিত হয়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে পুরাতন সেতু চালু ও নতুন সেতু বাস্তবায়ন এবং ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।

কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ ও স্যার আশুতোষ সরকারি কলেজের প্রভাষক আদনান হায়দার। 

আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক ছৈয়দ ইসমাইল ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস সায়মাসহ অন্যরা। 



আপনার মূল্যবান মতামত দিন: