odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবির 'ডি' ইউনিট ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ১২ May ২০২৪ ১৫:০১

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২ May ২০২৪ ১৫:০১

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭৯.২৫ শতাংশ।

রবিবার (১২ মে) দুপুর ২টায় সাংবাদিকদের নিকট এই তথ্য নিশ্চিত করেন।

এসময় ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষা সমন্বয়ক অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, আমাদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৯০৬ জন আবেদন করে এবং ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আমাদের প্রকাশিত ফলাফলে ১৪০৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। যার শতকরা হার ৭৯.২৫ শতাংশ।

পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় ১০০ নম্বরের পরীক্ষায় ৬৮.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে মোঃ আশিক মিয়া।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তির পরবর্তী প্রক্রিয়াসহ অন্যান্য সকল তথ্য http://www.iu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: