odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

রাবিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৬ June ২০২৪ ২০:১১

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬ June ২০২৪ ২০:১১

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী মোট কোটা আছে ৫৬ শতাংশ যা মেধাবীদের জন্য চরম বৈষম্য। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করিমুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে যেতে চাই। তবে কোনো রকম বৈষম্য মেনে নেওয়া হবে না।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, শারীরিক প্রতিবন্ধকতার সত্ত্বেও মেধার জোরে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কোটায় সাবজেক্ট আসা সত্ত্বেও আমি ভর্তি হয়নি। আমার মেধার ভিত্তিতে যে সাবজেক্ট এসেছে সেটায় ভর্তি হয়েছি। এই কোটা সংস্কৃতি মেধাবীদের বঞ্চিত করছে। আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নই। তবে কোনো বৈষম্য চাই না। 



আপনার মূল্যবান মতামত দিন: